পশ্চিমবঙ্গ সফর বাতিল, উচ্চপর্যায়ের জরুরি বৈঠকে বসছেন মোদি
শেষ ধাপের ভোটের আগে শুক্রবার পশ্চিমবঙ্গে সফরের কথা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।তবে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উচ্চপর্যায়ের বৈঠকের জন্য সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী।শেষ সময়ে সেখানে চারটি সভা করার কথা ছিল।
টুইটারে মোদি লিখেছেন, ‘আগামীকাল কোভিড- ১৯ এর বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করার জন্য আমি একটি উচ্চ পর্যায়ের বৈঠক করব। এ কারণে আমি পশ্চিমবঙ্গে যেতে পারব না।’
বিজেপির সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জরুরি বৈঠকের জন্য তার কয়েকটি সভা বাতিল করে করোনা বৈঠকের জন্য দিল্লির উদ্দেশ্যে ফিরেছেন।
খবরে বলা হয়েছে, বিজেপির জন্য নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গে ১২ বার সফর করেছেন নরেন্দ্র মোদি। শুক্রবার তার ১৩তম রাজনৈতিক সফরের কথা ছিল। এই প্রথমবারের মতো মোদি তার প্রচারণা বাতিল করেছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় করোনা ঝুঁকির মধ্যেই মাঠ চষে বেড়াচ্ছেন।
করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে প্রথমবারের মতো একদিনে তিন লাখেরও বেশি রোগী শনাক্তের বিশ্ব রেকর্ড হয়েছে ভারতে।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকালের আগের ২৪ ঘণ্টায় দেশটিতে তিন লাখ ১৪ হাজার ৮৩৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
এতে ভারতে মোট করোনাভাইরাস রোগীর সংখ্যা এক কোটি ৫৯ লাখ ৩০ হাজার ছাড়িয়ে গেছে। শনাক্ত রোগীর সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় স্থানে আছে দেশটি।
একইদিন ভারতে কোভিড-১৯ জনিত মৃত্যুরও নতুন রেকর্ড হয়েছে, মারা গেছে ২১০৪ জন।
এতে দেশটিতে মহামারীতে মোট মৃত্যু এক লাখ ৮৪ হাজার ৬৫৭ জনে দাঁড়িয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে।
এলএবাংলাটাইমস/এলআরটি/আই
শেয়ার করুন