নরওয়াকে পালশালার বাইরে গুলি বর্ষণের ঘটনায় দুইজন আহত, বন্দুকধারীকে খুঁজছে পুলিশ
ইরানকে পারমাণবিক অস্ত্র বানাতে দেব না : হিলারি ক্লিনটন
যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট হলে ইরানকে কখনোপারমাণবিক অস্ত্র বানাতে দেবেন নাহিলারি ক্লিনটন। গত মঙ্গলবার মার্কিনকংগ্রেসে এ কথা জোর দিয়ে বলেনসাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। পরবর্তীপ্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিকদলের হয়ে লড়ার আশা করছেন তিনি।গতকাল বুধবার বার্তা সংস্থা এএফপিরখবরে জানানো হয়, ইরানকে সন্দেহকারীযুক্তরাষ্ট্রের মিত্রদের মতো হিলারিওমনে করেন, হিলারি ক্লিনটন বলেন,ইরানের জন্য এটা জোরালো আরপরিষ্কার বার্তা যে, তাদেরকে কখনোএকটি পারমাণবিক অস্ত্র অর্জন করতেদেব না। এই সমঝোতার সমালোচনা করেহিলারি বলেন, এই চুক্তি ইরানকে বরংপারমাণবিক অস্ত্র অর্জনের পথকে মসৃণকরে দেবে। ওই অস্ত্র বাগাতে তাদেরএকটু দেরি হবে এই যা। হিলারি আরওবলেন, প্রেসিডেন্ট হলে নাছোড়ইরানকে বাগে আনতে যুক্তরাষ্ট্রেরঅস্ত্রভা-ারের সব অস্ত্র প্রয়োগ করবেন।যুক্তরাষ্ট্রের সাবেক এই ফার্স্টলেডিবলেন, চুক্তির পরিকল্পনা তিনি এখনোখতিয়ে দেখছেন। তিনি অবশ্য এই চুক্তিরবিষয়টিকে সমর্থন করেন বলে জানান।কারণ এটি ইরানকে পারমাণবিক অস্ত্রতৈরি থেকে বিরত রাখবে। গতকালমঙ্গলবার দীর্ঘ আলোচনার পর অস্ট্রিয়াররাজধানী ভিয়েনায় ইরানের সঙ্গে ছয়বিশ্ব শক্তির পারমাণবিক সমঝোতা হয়।বিবিসি, রয়টার্স।
শেয়ার করুন