কানাডায় ট্রাক চাপা দিয়ে মুসলিম পরিবার হত্যা
ছবি: এলএবাংলাটাইমস
কানাডায় পূর্বপরিকল্পিতভাবে ট্রাক হামলা চালিয়ে এক মুসলিম পরিবারকে হত্যা করা হয়েছে। হত্যার শিকার পরিবারটিতে পাঁচজন সদস্য ছিলো, তাদের চারজন এই হামলায় মারা যান।
রবিবার (৬ জুন) অন্টারিও প্রভিন্সের সিটি অব লন্ডনে এই হামলার ঘটনা ঘটে বলে জানায় কানাডা পুলিশ।
এই হামলায় পরিবারের একমাত্র সদস্য হিসেবে নয় বছরের এক শিশু বেঁচে গেছে৷ তবে শিশুটি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।
এই হত্যাকাণ্ডের অভিযোগে ২০ বছর বয়েসী এক কানাডিয়ান নাগরিককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে চারটি হত্যা মামলা এবং একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে।
এর আগে ২০১৭ সালে কিউবেক সিটি মসজিদে ছয় মুসলিমকে হত্যা করা হয় কানাডায়। এরপর এবারই মুসলিম কমিউনিটির উপর এতো বড় হামলা হলো।
কানাডা পুলিশের ডেপুটি সাপ্ট পওল বলেন, 'এটি পূর্বপরিকল্পিত। মুসলিম বলেই তাদের হত্যা করা হয়েছে'।
বিদ্বেষ মূলক হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, পুলিশ হত্যা হামলা দায়ের করছে।
মৃতদের মধ্যে দুইজন নারী, একজন পুরুষ ও একটি মেয়ে শিশু রয়েছে। একজন নারীর বয়স ৭৪, অপর জনের বয়স ৪৪৷ মেয়ে শিশুটির বয়স ১৫ বছর। মৃত পুরুষ ব্যক্তির বয়স ৪৬। আর আহত ৯ বছরের শিশু হাসপাতালে ভর্তি রয়েছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকারীর নাম নাথালিয়ান ভেল্টম্যান। তার বছর ২০। সে অন্টারিও'র বাসিন্দা।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন