যুক্তরাষ্ট্র'- ব্রিটেনের সম্পর্ক 'চির অক্ষয়': বরিস
ছবি: এলএবাংলাটাইমস
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যকার সম্পর্ক চির অক্ষয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে প্রথম আলোচনা শেষে গণমাধ্যমকে এই কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, জো বাইডেনের সাথে তুখোড় আলোচনা হয়েছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জি-সেভেন সম্মেলনে অংশ নিতে কর্ণওয়ালে অবস্থান করছেন। সেখানেই বরিস জনসন ও জো বাইডেন প্রথমবারের মতো নিজেদের মধ্যে একান্ত বৈঠক করেন।
বরিস জনসন জানান, ব্রেক্সিটের আগের অবস্থা নিয়ে জো বাইডেন কোনো প্রকার চাপ প্রয়োগ করেননি। এর আগে বাইডেন ব্রেক্সিট ইস্যুটিকে গুরুতর বলে আখ্যা দেন।
জি-সেভেন সম্মেলনে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন। সেখানে টিকা ও জলবায়ু বিষয়ে কথা বলবেন তাঁরা।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন