অধিকাংশ দেশ থেকে ভ্রমণ সতর্কতা তুলে নিচ্ছে জার্মানী
মহামারীর কারণে জার্মানীর জারি করা ভ্রমণ সতর্কতা আগামী ১ জুলাই থেকে অধিকাংশ দেশের ওপর বহাল থাকছে না।
শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস এ কথা বলেন।
জার্মানীতে নাগরিকেরা ব্যাপকহারে টিকা গ্রহণ করার প্রেক্ষাপটে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিকের দিকে যাচ্ছে।
যে সব দেশে সাত দিনে প্রতি লাখে সংক্রমণের সংখ্যা ৫০ থেকে ২০০। ওই সব দেশ ‘ঝুঁকিপূর্ণ অঞ্চল’ সতর্কতা থেকে রেহাই পাচ্ছে।
তবে ব্রিটেন ও ভারতের মতো যে সব দেশে উচ্চ সংক্রমণের করোনার ধরণ রয়েছে সে সব দেশে ভ্রমণ সতর্কতা বহাল থাকবে।
এলএবাংলাটাইমস/এলআরটি/আই
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
শেয়ার করুন