নরওয়াকে পালশালার বাইরে গুলি বর্ষণের ঘটনায় দুইজন আহত, বন্দুকধারীকে খুঁজছে পুলিশ
থাইল্যান্ডে বাংলাদেশিসহ ৭২ জনের বিচার শুরু
মানবপাচারের সঙ্গে সম্পৃক্ত থাকার দায়ে থাইল্যান্ডে সেনাবাহিনীর একজন জেনারেল, রাজনীতিবিদসহ ৭২ জনের বিচার শুরু হয়েছে। বাংলাদেশ ও মিয়ানমারের কয়েকজন নাগরিকও রয়েছেন এর মধ্যে।
শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আসামিদের মধ্যে অন্তত ৩০ জনের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
এতে বলা হয়, অভিযুক্তদের অধিকাংশই থাইল্যান্ডের নাগরিক। এছাড়া থাইল্যান্ডে আটক মিয়ানমার ও বাংলাদেশের বেশ কয়েকজন নাগরিকও আছেন।
উল্লেখ্য, গত মে মাসে থাইল্যান্ডের একটি জঙ্গলে পাচারকারীদের আস্তানায় গণকবরের সন্ধান পাওয়া যায়।
এরপর মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড উপকূলে সাগরে ভাসমান অবস্থায় পাচারকারীদের কয়েকটি নৌকা থেকে কয়েক হাজার মানুষকে উদ্ধার করা হয়। যারা বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়।
শেয়ার করুন