আফগানিস্তানের ভবিষ্যত নিজেদের গড়তে হবে: বাইডেন
ছবি: এলএবাংলাটাইমস
প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউজে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির সাথে সাক্ষাৎকালে বলেন, 'আফগানিস্তারের ভবিষ্যত তাদের নাগরিকদেরই গড়তে হবে'।
প্রেসিডেন্ট জো বাইডেন অবশ্য আফগানিস্তানকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে আগামী ১১ সেপ্টেম্বরের আগেই ন্যাটো ও যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করার কথা দিয়েছে।
শুক্রবারের (২৫ জুন) বৈঠকে প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের সম্পর্ক অব্যাহত রাখার ঘোষণা দেন।
তিনি বলেন, 'আমাদের সৈন্যরা চলে গেলেও তাদের প্রতি আমাদের সহায়তা শেষ হয়ে যায়নি'।
বাইডেন আরো বলেন, 'আফগানিস্তানের নিজেদের ভবিষ্যত নিজেদের গড়তে হবে। অনর্থক সহিংসতা বন্ধ করতে হবে। এটি খুব কঠিন একটি কাজ'।
আফগানিস্তানের প্রেসিডেন্ট ঘানি বলেন, 'প্রেসিডেন্ট জো বাইডেনের সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্তকে তিনি স্বাগত জানিয়েছেন'।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন