অরুণাচলের সীমান্তবর্তী এলাকায় চীনের বুলেট ট্রেন উদ্বোধন
ভারতের অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী অঞ্চল তিব্বতে গতকাল শুক্রবার বুলেট ট্রেন উদ্বোধন করেছে চীন। এর মধ্য দিয়ে তিব্বতের প্রাদেশিক রাজধানী এলহাসা এবং অরুণাচলের সীমান্তবর্তী নিয়িংচি শহরের মধ্যে সংযোগ তৈরি হয়েছে। খবর প্রকাশ করেছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, রেলসড়কটির দৈর্ঘ্য ৪৩৫ দশমিক ৫ কিলোমিটার। এটি সিচুয়ান-তিব্বত রেলওয়ের অধীনে এবং অধিকাংশ অংশই প্রত্যন্ত এলাকার মধ্য দিয়ে গেছে।
অরুণাচলের সীমান্তবর্তী এলাকায় বুলেট ট্রেন উদ্বোধন করলো চীন
তিব্বতের দ্বিতীয় বৃহত্তম এই রেলপথটি কিংহাই-তিব্বত মালভূমির দক্ষিণ-পূর্ব দিক দিয়ে গেছে।
এর আগে গত বছরের নভেম্বরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই রেল প্রকল্পটির কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছিলেন।
সে সময় তিনি বলেছিলেন, সংযোগটি ভারতের সঙ্গে সীমান্তে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এলএবাংলাটাইমস/এলআরটি/আই
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
শেয়ার করুন