নরওয়াকে পালশালার বাইরে গুলি বর্ষণের ঘটনায় দুইজন আহত, বন্দুকধারীকে খুঁজছে পুলিশ
ভারতে সন্ত্রাসী হামলায় দুই পুলিশসহ নিহত ৬
পাঞ্জাবের গুরদাসপুরে একটি পুলিশ স্টেশন ও বাসে সন্ত্রাসী হামলায় দুই পুলিশসহ কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। সোমবার সকালে এই হামলার ঘটনা ঘটে।
এনডিটিভির খবরে বলা হয়, সকালে হিরানগর সীমান্ত দিয়ে সেনাবাহিনীর পোশাক পড়ে তিন/চারজন সন্ত্রাসী প্রবেশ করে। এর পরপরই তারা একটি পুলিশ স্টেশন ও বাসে হামলা চালায়। এতে এ পর্যন্ত ছয়জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শেয়ার করুন