আপডেট :

        ধর্ষকের শাস্তি সবার সামনে হোক: সোহম

        বায়ার্নের দাপটে বিদায় ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো, পিএসজির মুখোমুখি কোয়ার্টারে

        ধর্ষণ ঘটনাকে কেন্দ্র করে মুরাদনগরে রাজনৈতিক উত্তেজনা: কে দায়ী?

        ইরানের কঠোর হুঁশিয়ারি: ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে ফতোয়া জারি

        এশিয়া কাপের সম্ভাব্য সূচি জুলাইয়ে প্রকাশিত হবে

        সরকারের প্রতিশ্রুতি ব্যর্থ: জুলাই সনদ প্রকাশ করবে এনসিপি - নাহিদ ইসলাম

        রথযাত্রার উৎসবে বিপর্যয়: উড়িষ্যায় ভিড়ে পিষ্ট হয়ে ৩ মৃত, ১০ জন আহত

        মনু মিয়ার শেষ বিদায়ে অভিনেতা খায়রুল বাসারের মানবিকতার জয়

        মেসি-রোনালদো: সময় পেরিয়েও অপ্রতিরোধ্য ফুটবলের দুই কিংবদন্তি

        মুরাদনগরের অশান্তির জন্য আওয়ামী সন্ত্রাসীদের প্রশ্রয়দাতারা দায়ী: আসিফ মাহমুদ

        ৫.২ মাত্রার ভূমিকম্পে পাকিস্তানে দুইবার কাঁপল ধরিত্রী

        হিরো আলমের যত্নে রিয়া মনি, প্রকাশ করলেন তার শারীরিক অবস্থা

        হাছিনা নয় শেখ হাসিনা নয়, তবুও বারবার বদলাচ্ছে স্কুলের নাম

        জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন বাজেট: ২০২৫-২৬ অর্থবছরে ৩২৩ কোটি টাকা

        কোকেন উৎপাদনে ঐতিহাসিক উচ্চতা, জাতিসংঘের প্রতিবেদনে উদ্বেগ

        ট্রাম্পের সাথে সম্পর্ক জোরদারে প্রস্তুত পুতিন, নতুন যোগাযোগের আভাস

        স্বর্ণের বাজারে ধস: এক মাসে সর্বনিম্ন দামে পৌঁছাল হলুদ ধাতু

        সোনামসজিদ স্থলবন্দরে ‘কমপ্লিট শাটডাউন’, আমদানি-রপ্তানি বন্ধ, ৩০০ গাড়ি অপেক্ষায়

        ট্রাম্পের দাবি: খামেনির প্রাণ বাঁচিয়েছি, ধন্যবাদ পাইনি

        এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা: কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নিয়ম

বাগরাম ঘাঁটি ছেড়েছে মার্কিন সেনারা

বাগরাম ঘাঁটি ছেড়েছে মার্কিন সেনারা

মার্কিন সেনারা রাতের অন্ধকারে আফগানিস্তানের বাগরামে তাদের গুরুত্বপূর্ণ সামরিক বিমানঘাঁটি ছেড়ে চলে গেছে। এ ব্যাপারে আফগান কর্তৃপক্ষকে মার্কিন সেনারা কিছু জানায়নি বলে নিশ্চিত করেছেন ওই ঘাঁটির নতুন কমান্ডার।

বাগরামের নতুন কমান্ডার জেনারেল আসাদুল্লাহ কোহিস্তানি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেছেন, মার্কিনিরা শুক্রবার ভোররাত ৩টার দিকে সেখান থেকে চলে যায়। আফগান সামরিক বাহিনী এর কয়েক ঘণ্টা পর তা জানতে পারে।

বাগরাম বিমানঘাঁটিতে একটা কারাগারও আছে এবং সেই কারাগারে এখনও বন্দি রয়েছেন পাঁচ হাজারের মতো তালেবান সদস্য। মার্কিন সেনা প্রত্যাহারের সঙ্গে সঙ্গে আফগানিস্তানের বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ দ্রুততার সঙ্গে গ্রহণ করছে তালেবান।

জেনারেল কোহিস্তানি সোমবার বলেন, আফগান সরকারি বাহিনী ধারণা করছে, তালেবান বাগরাম বিমানঘাঁটি দখলের জন্য হামলা চালাবে। বিমানঘাঁটিতে উপস্থিত সাংবাদিকদের জেনারেল কোহিস্তানি বলেন, বিমানঘাঁটির নিকটবর্তী ‘গ্রাম এলাকায় তালেবানের তৎপরতার’ কিছু খবর তারা এরই মধ্যে পেয়েছেন।

‘মার্কিনিদের সঙ্গে যদি আমাদের বাহিনীর তুলনা করেন, তাহলে বলব আমাদের সঙ্গে তাদের অনেক পার্থক্য রয়েছে,’ বলেন জেনারেল কোহিস্তানি। ‘তবে আমাদের সাধ্য অনুযায়ী আমরা দেশের মানুষকে নিরাপত্তা ও সুরক্ষা দিতে যথাসাধ্য চেষ্টা করছি।’

গত শুক্রবার যুক্তরাষ্ট্র ঘোষণা করে যে, তারা বাগরাম খালি করে চলে গেছে, যা তারা করেছে পূর্ব-ঘোষিত চূড়ান্ত সময়সীমার আগেই।

এ বছরের গোড়ার দিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছিলেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানে সামরিক মিশন শেষ করে ১১ সেপ্টেম্বরের মধ্যে সব সেনা প্রত্যাহার করে নেবে।

মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে যখন চলে যাচ্ছে, তখন সাম্প্রতিক কয়েক সপ্তাহে তালেবান খুব দ্রুত দেশটির বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে। এরই মধ্যে গ্রামাঞ্চলের বেশ কিছু জেলা ও পার্শ্ববর্তী বড় আফগান শহরগুলোর নিয়ন্ত্রণ তারা গ্রহণ করেছে।

গভীর রাতে বাগরাম থেকে মার্কিন সেনাদের চলে যাওয়ার পর সামরিক ঘাঁটিটির নিয়ন্ত্রণ এখন যে আফগান বাহিনীর হাতে ন্যস্ত হলো, তাদের কাছে সরঞ্জাম ও কারিগরি অভাব থাকছে এবং এর ফলে তাদের জন্য তালেবানকে প্রতিহত করা কঠিন হয়ে উঠবে।

জেনারেল কোহিস্তানির অধীনে রয়েছে প্রায় তিন হাজার সেনা যা সেখানে মোতায়েন মার্কিন বাহিনীর তুলনায় খুবই কম। বিমানঘাঁটিতে মার্কিন ও জোট বাহিনী মিলিয়ে সেনা সংখ্যা ছিল আরও অনেক বেশি।

এদিকে আফগানিস্তানের উত্তরে তালেবানের সঙ্গে যুদ্ধরত প্রায় এক হাজার আফগান সেনা সীমান্ত পেরিয়ে সোমবার তাজিকিস্তানে পালিয়ে গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]



শেয়ার করুন

পাঠকের মতামত