ঘণ্টার পর ঘণ্টা বিভ্রাটের পর ভেরিজনের নেটওয়ার্ক সেবা স্বাভাবিক
মীমাংসা ছাড়াই শেষ আফগান সরকার ও তালেবানের সংলাপ
আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে দেশটির সরকার ও তালেবান প্রতিনিধি দলের মধ্যে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত সংলাপ কোনো প্রকার সমাধানে পৌঁছানো ছাড়াই শেষ হয়েছে। তবে কোনো প্রকার মীমাংসায় পৌঁছানো পর্যন্ত উভয়পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে বলে রোববার এক যৌথ বিবৃতিতে জানায় দুই পক্ষের প্রতিনিধি দল।
এর আগে শনিবার দোহায় দুই পক্ষের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা শুরু হয়।
যৌথ বিবৃতিতে বলা হয়, 'উভয় পক্ষ কোনো সমাধানে না পৌঁছানো পর্যন্ত শান্তি আলোচনায় দৃঢ় প্রতিজ্ঞ।'
এলএবাংলাটাইমস/এলআরটি/আই
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
News Desk
শেয়ার করুন