নরওয়াকে পালশালার বাইরে গুলি বর্ষণের ঘটনায় দুইজন আহত, বন্দুকধারীকে খুঁজছে পুলিশ
বিশ্বের সব চেয়ে উঁচু ও লম্বা কাচের ব্রিজ চীণে
দুই পাহাড়ের যোগাযোগ বলতে মাঝে একটি ব্রিজ। কিন্তু সেই ব্রিজের নিচটা স্বচ্ছ কাচের। তাকালে চোখে পড়বে খাদ, ঘন সবুজ উপত্যকা। বিশ্বের সব চেয়ে উঁচু এবং লম্বা এমনই অভিনব একটি কাঁচের ব্রিজ তৈরি করেছে চীন। আর দিন কয়েকের মধ্যেই সাধারণের জন্য খুলে দেয়া হবে ব্রিজটি।
আমেরিকার গ্রান্ড ক্যানিয়ন স্কাইওয়াক এত দিন তাক লাগিয়ে এসেছে আপামর বিশ্ববাসীকে। লম্বা, চওড়ায় এবং উচ্চতায় সব দিক থেকেই চীনের ব্রিজটি টেক্কা দিতে চলেছে গ্রান্ড ক্যানিয়নকে।
ব্রিজটির নির্মাতা ইসরায়েলের হ্যাম ডোটান লিমিটেড আর্কিটেক্টস অ্যান্ড আরবান ডিজাইনারস।
শেয়ার করুন