শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
কাবুলে যুক্তরাষ্ট্রের ছোঁড়া ড্রোনে আত্মঘাতী বোমা হামলার চেষ্টাকারীর মৃত্যু
ছবি: এলএবাংলাটাইমস
কাবুলে যুক্তরাষ্ট্রের ছোঁড়া ড্রোন হামলায় আত্মঘাতী বোমা হামলার চেষ্টাকারী ইসলামিক স্টেট বা আইএস এর এক সন্ত্রাসীর মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, এই ব্যক্তি কাবুল এয়ারপোর্টে হামলার জন্য গাড়িযোগে আসছিল।
রবিবার (২৯ আগস্ট) আমেরিকান সৈন্যরা একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা করে। খুব শীঘ্রই উদ্ধার কাজ শেষ করে কাবুল এয়ারপোর্ট থেকে মার্কিন সেনারা সরে যাবে।
বৃহস্পতিবার কাবুল এয়ারপোর্টের বাইরে আত্মঘাতী বোমা হামলার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আইএসকে লক্ষ্য করে দুইটি ড্রোন হামলা চালানো হয়। এতে তিন আইএস-কে সদস্যের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আইএস-কে কাবুল এয়ারপোর্টের হামলার দায় স্বীকার করেছে। আত্মঘাতী হামলায় বৃহস্পতিবার ১৩ মার্কিন সেনাসহ ১৭০ জনের মৃত্যু হয়েছে।
এর আগে শনিবার প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, কাবুলের পরিস্থিতি খুবই উদ্বেগজনক ও বিপদজনক। কাবুল এয়ারপোর্টে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে আবারো আত্মঘাতী বোমা হামলার সম্ভাবনা রয়েছে বলে জানান তাঁর মিলিটারি প্রধান।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, আমেরিকান সেনারা সরে যাওয়ার পর স্থানীয় আইএস সদস্যরা আবারো হামলা চালাতে পারে। সেই ক্ষেত্রে রকেট হামলা ও গাড়ি বোমা হামলা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, রবিবারের ড্রোন হামলাটি আফগানিস্তানের বাইরে থেকে এয়ারক্রাফট পরিচালনার মাধ্যমে করা হয়েছে। দ্বিতীয় বিস্ফোরণটি হওয়ার পর একটি ধাতব ধংসাবশেষ দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কাবুল এয়ারপোর্টের সন্নিকটে একটি গাড়ি বিস্ফোরিত রয়েছে। টিভি ফুটেজ এ দেখা গেছে, আকাশে কুন্ডলী পাঁকিয়ে কালো ধোঁয়া উড়ছে।
দুইজন প্রত্যক্ষদর্শী জানায়, এয়ারপোর্টের উত্তর পাশের একটি বাড়িতে একটি বিস্ফোরণ ঘটেছে এবং রকেট হামলার মাধ্যমে এটি ধসে গেছে।
এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নাগারজার প্রদেশে অবস্থানরত আইএস-কে সদস্যের উপর ড্রোন হামলা চালানো হয়।
পেন্টাগন তখন বিবৃতিতে জানায়, ওই ড্রোন হামলায় আইএস-কের দুই উচ্চপদস্থ নেতার মৃত্যু হয়। এদের মধ্যে একজন আইএস-কের অন্যতম পরিকল্পনাকারী৷
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন