নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
চীন ও তাইওয়ানের মাঝে অস্থিরতা: উদ্বেগ প্রকাশ করলো যুক্তরাষ্ট্র
ছবি: এলএবাংলাটাইমস
চীন ও তাইওয়ানের মাঝে পুনরায় দেখা গিয়েছে অস্থিরতা। তাইওয়ান দাবি করেছে যে বিগত তিনদিন ধরে প্রায় ৯৩টি চৈনিক সামরিক প্লেন তাইওয়ানের এয়ার ডিফেন্স জোনে অবৈধভাবে প্রবেশ করেছে। দক্ষিণ প্রশান্তের এই অস্থিরতার ঢেউ ধাক্কা দিয়েছে ওয়াশিংটন পর্যন্ত। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে যে এটি চীনের ‘উস্কানিমূলক’ কার্যক্রমে চিন্তিত বোধ করছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ চীনের কার্যক্রমকে ‘অস্থিতিশীল’ হিসেবে চিহ্নিত করেছে। এটি তাইওয়ানের পাশে থাকার দৃঢ় প্রত্যয় জানিয়েছে।
শুক্রবার (১ অক্টোবর) থেকে আজ পর্যন্ত তাইওয়ান ৫টি অবৈধ প্রবেশের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে।
চীন তাইওয়ানকে প্রদেশ হিসেবে গণ্য করলেও তাইওয়ান নিজেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে।
বিগত ১ বছর ধরে তাইওয়ান চীনের বিমান বাহিনীর বিভিন্ন কার্যক্রমকে হুমকি স্বরুপ দেখছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ একটি বিবৃতিতে বলে, ‘মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানের নিকট চীনের উস্কানিমূলক কার্যক্রমকে শান্তিবিরোধী ও অস্থিতিশীল হিসেবে গণ্য করে। আমরা আশা করি, বেইজিং তাইওয়ানের বিরুদ্ধে কোন প্রকার আগ্রাসী পদক্ষেপ নেবে না।‘
রবিবারে (৩ অক্টোবর) তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ১৬টি চাইনিজ সামরিক প্লেন তাইওয়ানের এয়ার ডিফেন্স জোনে অনুপ্রবেশ করেছে।
এর পূর্বে শনিবারে (২ অক্টোবর) ৩৯টি চাইনিজ সামরিক প্লেন একই অঞ্চলে দুই ধাপে প্রবেশ করেছে।
শুক্রবারে (১ অক্টোবর) চারটি এইচ-৬ পারমানবিক বোম্বার প্লেন ও একটি এন্টি সাবমেরিন এয়ারক্রাফটসহ ৩৮টি প্লেন অনুপ্রবেশ তাইওয়ানের এয়ার ডিফেন্স জোনে অনুপ্রবেশ করে।
শনিবারে ( ২ অক্টোবর) তাইওয়ানের প্রিমিয়ার সু-সেংচ্যাং বলেন, ‘চীন ইচ্ছে করে সামরিক আগ্রাসনে লিপ্ত হচ্ছে। এতে আঞ্চলিক শান্তি নষ্ট হচ্ছে।‘
এ ব্যাপারে চীন এখনো কোন মন্তব্য করেনি। এর পূর্বে এমন সব পদক্ষেপ চীন নিজের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য জরুরী বলে দাবি করেছিলো।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
শেয়ার করুন