নরওয়াকে পালশালার বাইরে গুলি বর্ষণের ঘটনায় দুইজন আহত, বন্দুকধারীকে খুঁজছে পুলিশ
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জি মারা গেছেন
শুভ্রা মুখার্জির কফিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রয়াত স্ত্রী শুভ্রা মুখার্জির কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লিতে প্রণব ও শুভ্রা মুখার্জির ছেলে অভিজিত্ মুখার্জির ১৩ তাল কাটরা রোডের বাড়িতে শুভ্রার কফির রাখা হয়েছে।
এরপর দিল্লির লোদি রোডস্থ শশ্মানে আয়োজিত শেষকৃত্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে অংশ নেবেন শেখ হাসিনা।
এর আগে বুধবার সকালে দিল্লি পৌঁছে রাষ্ট্রপতি ভবনে যান প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে সমবেদনা জানান তিনি। সেখানে তিনি কিছু সময় অবস্থান করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোটবোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, প্রেস সচিব ইহসানুল করিম ও বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল রয়েছেন।-বাসস।
শেয়ার করুন