বছরে ছয়টি গুরুতর আবহাওয়াজনিত দুর্যোগে ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা ঘোষণা গভর্নর নিউসমের
ইথিওপিয়ায় যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন জাতিসংঘের মহাসচিব
ছবি: এলএবাংলাটাইমস
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইথিওপিয়ায় যুদ্ধ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
ইথিওপিয়ার প্রচার মাধ্যম জানিয়েছে যে দেশটির প্রধানমন্ত্রী এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী আবি আহমেদ এক বছর ব্যাপী ক্রমবর্ধমান সংকটের মধ্যে 'যুদ্ধক্ষেত্র থেকে নেতৃত্ব' দিচ্ছেন। অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী এবং জাতীয় নায়ক হাইলে গেবরসেলাসি, সংসদ সদস্য, দল এবং আঞ্চলিক নেতৃবৃন্দসহ হাই-প্রোফাইল ইথিওপিয়ান ক্রীড়াবিদরাও উত্তরতম টিগ্রে অঞ্চলের বিদ্রোহীদের সাথে লড়াই করার জন্য ইথিওপিয়ান বাহিনীতে যোগ দেওয়ার অঙ্গীকার করেছেন।
কলম্বিয়ায় বক্তব্য রাখতে গিয়ে গুতেরেস 'নিঃশর্ত এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতির' আহ্বান জানান।
২০২০ সালের নভেম্বরমাসে ইথিওপিয়ার ফেডারেল সৈন্য এবং টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) মধ্যে দেশটির টিগ্রে অঞ্চলে যুদ্ধ শুরু হয়। জুলাই মাসে, সংঘর্ষউত্তর ইথিওপিয়ার দুটি প্রতিবেশী অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং বিদ্রোহীরা রাজধানী আদ্দিস আবাবার দিকে অগ্রসর হচ্ছে।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন