নরওয়াকে পালশালার বাইরে গুলি বর্ষণের ঘটনায় দুইজন আহত, বন্দুকধারীকে খুঁজছে পুলিশ
মানুষের মস্তিষ্ক তৈরি হলো ল্যাবে
ল্যাবরেটরিতে মানুষের মস্তিষ্ক তৈরি করতে সক্ষম হয়েছে বিজ্ঞানীরা। বিশ্বে এই ঘটনা প্রথম। তাদের আবিস্কৃত সেই মস্তিষ্ক দেখতে অনেকটা পেনসিল বক্সে থাকা ইরেজারের মতো।
পাঁচ সপ্তাহ বয়সী কোনো ভ্রূণের মস্তিষ্কের সঙ্গে এর অনেকটাই মিল রয়েছে। এর মধ্যে যে স্নায়ুকোষ অর্থাৎ নিউরোনগুলো থাকার কথা তার ৯৯ শতাংশই ল্যাবরেটরিতে তৈরি মস্তিষ্কে রয়েছে বলে দাবি বিজ্ঞানীদের।
কৃত্রিম মস্তিষ্ক আবিষ্কারের লক্ষণীয় দিকটি হলো, এর ফলে অ্যালজেইমারস, পারকিনসনস, অটিজমের মতো নানা রোগ সম্পর্কে আরো ভালোভাবে জানা যাবে এবং তা সহজেই নিরাময় করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ছোটো আকৃতির এ মস্তিষ্কটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেনে আনন্দ এ প্রসঙ্গে বলেন, 'আমরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন জটিল রোগ নিরাময়ের পথ খুঁজছি। আর সেই প্রয়াসেরই ফলস্বরূপ এই মস্তিষ্ক গঠনে সক্ষম হয়েছি। আশা করি, এর ফলে আমাদের উদ্দেশ্য সফল হবে।
শেয়ার করুন