নরওয়াকে পালশালার বাইরে গুলি বর্ষণের ঘটনায় দুইজন আহত, বন্দুকধারীকে খুঁজছে পুলিশ
জাপানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ
জাপানে যুক্তরাষ্ট্রের সাগামিহারা শহরের সাগামি ডিপোটে অবস্থিত মার্কিন ঘাঁটির একটি গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটে। রবিবার মধ্যরাতের পর সেখানে বিস্ফোরণ হয়। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, গুদামে ক্ষতিকর কোনো রাসায়নিক পদার্থ ও ভারি কোনো আগ্নেয়াস্ত্র ছিল না।
ওই গুদামে কমপ্রেসড গ্যাস এবং নাইট্রোজেন, অক্সিজেন ও ফ্রেয়ন মজুদ করা ছিল বলে জানায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
বিবিসি খবরে প্রকাশ করে, কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে জাপানের ফায়ার সার্ভিসের কর্মীরা। এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।
তবে স্থানীয়রা জানিয়েছেন, প্রথম বিস্ফোরণের পর ১০ থেকে ১৫ মিনিট ধরে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। জাপানের রাজধানী টোকিও থেকে দক্ষিণ-পশ্চিমে ৪০ কিলোমিটার দূরে যুক্তরাষ্ট্রের এই ঘাঁটি অবস্থিত।
শেয়ার করুন