দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হোম ডিপো থেকে কোটি ডলারের পণ্য চুরি, ১৪ জন গ্রেপ্তার
আমিরাতে ড্রোন হামলা, নিহত ৩
সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে জোড়া ড্রোন হামলায় তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দু’ জন ভারতীয় এবং একজন পাকিস্তানের নাগরিক বলে জানা গেছে। আহত হয়েছে আরো ৬ জন। হামলার দায় স্বীকার ইয়েমেনের বিদ্রোহীগোষ্ঠী হুথি।
আবু ধাবি পুলিশ বলছে, মুসাফফাহ শিল্পাঞ্চলের কাছে তেল কোম্পানি এডিএনওসির একটি গুদামের পার্শ্ববর্তী এলাকায় তিনটি তেলবাহী ট্যাংকার ট্রাকে বিস্ফোরণ ঘটেছে। এছাড়া আবু ধাবি ইন্টারন্যাশনাল বিমানবন্দরে একটি নির্মাণ স্থাপনায় আগুন ছড়িয়ে পড়েছে।
আমিরাতে ট্যাংকার বিস্ফোরণে নিহতদের দু’জন ভারতীয় এবং অন্যজন পাকিস্তানি প্রবাসী বলে দুবাই পুলিশ নিশ্চিত করেছে। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এ প্রেক্ষাপটে হুথি বিদ্রোহীদেও সামরিক শাখার মুখপাত্র বলেন, তারা ‘আরব আমিরাতের একেবারে অভ্যন্তরে’ সামরিক অভিযান চালিয়েছেন। এ নিয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।
এলএবাংলাটাইমস/এলআরটি/আই
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
শেয়ার করুন