যেকোন সময় ঘটতে পারে রাশিয়ান হামলা: ব্লিনকেন
ছবি: এলএবাংলাটাইমস
শুক্রবারে (১১ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেন জানান, যেকোন সময় ইউক্রেনে রাশিয়ান হামলা ঘটতে পারে। তিনি আরো জানান, ইউক্রেন সীমান্তে ক্রমবর্ধমান রাশিয়ান সেনাসদস্যের সংখ্যা মার্কিন যুক্তরাষ্ট্রের মনে গভীর উদ্বেগ্ন সৃষ্টি করছে।
শুক্রবারে কোয়াডভুক্ত দেশগুলোর বৈঠকের মাঝে এই কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ব্লিনকেন বলেন, ‘আমরা আগেই জানিয়েছি যে যেকোন সময় রাশিয়ান হামলা ঘটতে পারে ও আমাদের মনে হচ্ছে অলিম্পিকের সময় এটি ঘটতে পরে।‘
গতমাসে স্টেট ডিপার্টমেন্ট কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে সকল ননইমার্জেন্সি দূতাবাস কর্মীদের ইউক্রেন ত্যাগ করার নির্দেশ দেয়। বৃহস্পতিবারে ডিপার্টমেন্ট মার্কিন নাগরিকদের ইউক্রেন ত্যাগ করার আহবান জানায়।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
শেয়ার করুন