জাপান থেকে লোহা আমদানির ওপর শুল্ক প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র
ছবি: এলএবাংলাটাইমস
জাপান থেকে লোহা আমদানির ওপর থেকে শুল্ক প্রত্যাহার করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই ঘোষণার মাধ্যমে জাপান ২০১৮ সালের পর পুনরায় শুল্কহীনভাবে লৌহ শিল্পখাতে প্রবেশ করবে।
সোমবারে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিস থেকে জানানো হয় যে এখন থেকে বছরে জাপান থেকে ১২ দশমিক ৫ লাখ টন লোহা আমদানি করা হলে তাঁর ওপর আরোপিত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হবে। নির্দিষ্ট পরিমাণের বেশি লোহা আমদানি করা হলে, নির্দিষ্ট পরিমাণে শুল্ক দিতে হবে।
কর্মাস সেক্রেটারি জিনা রাইমেন্ডো বলেন, ‘আজকের এই ঘোষণার মাধ্যমে আমরা আমাদের মিত্রদের সাথে পুনরায় সুসম্পর্ক স্থাপন করছি ও একজোট হয়ে চীনের অবৈধ বাণিজ্যিক নীতির বিরোধীতা করছি।‘
২০১৭ সালে যুক্তরাষ্ট্র জাপান থেকে ১৭ লাখ টন লোহা আমদানি করে। ২০১৮ সালে ট্রাম্প প্রশাসন লোহা আমদানির ওপর শুল্ক আরোপিত করলে আমদানি পরিমাণ কমে যায়। ২০১৯ সালে মাত্র ১১ লাখ টন লোহা আমদানি করা হয়।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
শেয়ার করুন