আইকেএসপির প্রধানকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের পুরষ্কার ঘোষণা
আফগানিস্তানের আইএস শাখার (আইকেএসপি) প্রধাণ সানাউল্লাহ গাফারিকে ধরিয়ে দেওয়ার জন্য ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
সোমবারে (৭ ফেব্রুয়ারি) ইউএস স্টেট ডিপার্টমেন্ট এই ঘোষণা দিয়েছে। এর পাশাপাশি তারা গত বছরের কাবুল এয়ারপোর্টে বোমা হামলার সাথে জড়িত ব্যক্তিদেরকেও ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছে।
সাবাব আল মুজাহির নামে পরিচিত গাফারিকে জুন মাসে আইকেএসপির প্রধাণ হিসেবে মনোনীত করা হয়। ইউএস স্টেট ডিপার্ট্মেন্ট জানায়, গাফারি আইকেএসপির সকল ধরণের হামলার অনুমোদন দেয় ও সংগঠনের জন্য চাঁদা যোগাড়ে কাজ করে।
শেয়ার করুন