'ইউরোপে রুশ আগ্রাসন ঠেকাতে জার্মানি ও যুক্তরাষ্ট্র একত্রে কাজ করবে'
ছবি: এলএবাংলাটাইমস
ইউরোপে রুশ আগ্রাসন ঠেকাতে জার্মানি ও যুক্তরাষ্ট্র একত্রে কাজ করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবারে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সাথে বৈঠকের পর এই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
সোমবার ( ৭ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মাঝে প্রথম সরাসরি সাক্ষাত হয়। স্কোলজ বলেন, ‘আমরা ঘনিষ্ঠ মিত্র ও আমরা একসাথে কাজ করে যাব। আমরা আমাদের করণীয় কাজগুলো করে যাব। যেমনঃ ইউক্রেনে রুশ আগ্রাসন ঠেকানো।‘
বৈঠকের পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়েছে। ২০২১ সালের ডিসেম্বর মাস থেকেই ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন করেছে রাশিয়া। এতে পুরো বিশ্বজুড়ে অস্থিরতা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন যে রাশিয়া ২০১৪ সালের ন্যায় পুনরায় ইউক্রেনে হামলা চালাবে। রুশ সরকার এই আশংকাকে অমূলক হিসেবে দাবি করলেও মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন দাবি করেছে, যেকোন সময়ে এই হামলা ঘটতে পারে।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
শেয়ার করুন