ইউক্রেনে ৩ রুশ সেনা অধিনায়ক নিহত
ইউক্রেনে স্নাইপারের গুলিতে রাশিয়ার তিনজন সেনা অধিনায়ক নিহত হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমা দেশের কর্মকর্তারা।
তাদের উদ্ধৃতি দিয়ে বিবিসির নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা গর্ডন কোরেরা জানান, রুশ ৩১তম কম্বাইন্ড আর্মস আর্মির উপপ্রধান, একজন ডিভিশনাল কমান্ডার এবং রেজিমেন্টাল কমান্ডার এক স্নাইপারের গুলিতে নিহত হয়েছেন।
তিনি জানান, রুশ বাহিনীর কোন কোন অধিনায়ক সৈন্য নিয়ে রণক্ষেত্রের অনেকটা সামনে চলে যান। তাদের লক্ষ্য ছিল আরও বেশি ইউক্রেনিয়ান এলাকা দখল করা। তারা নিজেরা ব্যক্তিগতভাবে সম্মুখভাগে চলে যাওয়ার পর অনেকেই বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছেন।
এলএবাংলাটাইমস/এলআরটি/আই
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
শেয়ার করুন