বেলারুশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র
ছবি: এলএবাংলাটাইমস
বুধবারে (০২ মার্চ) বেলারুশ এবং রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র জানায়, রাশিয়ার ওপর জারিকৃত প্রযুক্তিজনিত রপ্তানি নিষেধাজ্ঞা এখন বেলারুশের ওপরও কার্যকর হবে। এতে উভয় দেশের সামরিক আগ্রাসন বজায় রাখার ক্ষমতা হ্রাস পাবে বলে আশা করছে হোয়াইট হাউজ।
গত সপ্তাহে বেলারুশের মধ্যে দিয়ে সেনাবাহিনী প্রবেশ করিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। রোববারে বেলারুশ নিজেদের নন-নিউক্লিউয়ার স্ট্যাটাস ত্যাগ করেছে। এতে অতিসহজেই রাশিয়া বেলারুশের মধ্যে নিজেদের নিউক্লিয়ার অস্ত্র মোতায়েন করতে পারবে।
এসিস্ট্যান্ট সেক্রেটারি অফ কর্মাস থেয়া রোজম্যান কেন্ডলার বলেন, ’বেলারুশ সজ্ঞানে রাশিয়াকে নিজেদের ভূমি ব্যবহার করে আগ্রাসন চালানোর সুযোগ দিয়েছে। এতে একটি আন্তজার্তিক সংকটের সৃষ্টি হয়েছে।’
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
শেয়ার করুন