শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
রাশিয়ার বিরুদ্ধে জয় পাবে ইউক্রেন: ব্লিনকেন
ছবি: এলএবাংলাটাইমস
ইউএস সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিনকেন এক সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের জয়ের সম্ভাবনা রয়েছে বলে তিনি বিশ্বাস করেন।
তবে কতোদিন ইউক্রেন-রাশিয়ার এই সংঘাত জারি থাকবে, সেই বিষয়ে তিনি কিছু না বললেও ইউক্রেনের হার অবশ্যম্ভাবী নয় বলে মন্তব্য করেন তিনি।
রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনবাসীর ‘অসাধারণ প্রতিরোধ’ এর প্রশংসা করেন তিনি।
তিনি বলেন, ‘রাশিয়ার উদ্দেশ্য হলো জনগণের নির্বাচিত শাসক উৎখাত করে নিজেদের নিয়ন্ত্রিত পুতুল সরকারকে ক্ষমতায় বসানো। কিন্তু ৪৫ মিলিয়ন ইউক্রেনীয়ান এই উদ্দেশ্যকে সবভাবেই অস্বীকার করেছে’।
তিনি আরও যোগ করেন, ‘ইতোমধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ বিষয়ে যেভাবে পরিকল্পনা করে রেখেছিল, সেটি বানচাল হয়ে গেছে।
টানা দশম দিনের মতো রাশিয়ার সামরিক বাহিনীকে প্রতিহত ও পযর্বুস্ত করে রেখেছে ইউক্রেনিয়ান সামরিক বাহিনী।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন