রাশিয়ায় নেটফ্লিক্স ও টিকটকের সেবা বন্ধ ঘোষণা
ছবি: এলএবাংলাটাইমস
রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার উপর একের পর এক প্রতিষ্ঠান নিষেধাজ্ঞা জারি করছে। এই তালিকায় বিনোদন মিডিয়াগুলোও রয়েছে। সর্বশেষ রাশিয়ায় সেবা দেওয়া বন্ধ ঘোষণা করেছে নেটফ্লিক্স এবং টিকটক।
রবিবার (৬ মার্চ) এক বিবৃতিতে নেটফ্লিক্স জানায়, ‘রাশিয়ার উপর নিষেধাজ্ঞার বিষয়টি চূড়ান্ত হয়েছে। রাশিয়ায় নেটফ্লিক্সের সেবা বন্ধ থাকবে। তবে এখনও এর বেশি বৃত্তান্ত প্রকাশ করা হয়নি।
টিকটক জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর উপর রাশিয়ার নিষেধাজ্ঞার প্রেক্ষিতে টিকটকের সেবা বন্ধ করে দেওয়া হচ্ছে। টিকটক ব্যবহারকারীরা কোনো পোস্ট করতে বা দেখতে পারবেন না।
রাশিয়ার নতুন ‘ফেইক নিউজ’ আইনের কারণে আমাদের লাইভস্ট্রিমিং বন্ধ করে দেওয়া হয়েছে এবং নতুন আইনের সেফটি ইমপ্লিকেশনস না জানা পর্যন্ত এই সেবাটি চালু করা হচ্ছে না। তবে আমাদের অ্যাপের ম্যাসেজিং সার্ভিস চালু থাকবে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন