শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন ব্লিনকেন
ছবি: এলএবাংলাটাইমস
শনিবারে (০৫ মার্চ) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ইউক্রেনিয়ান দিমিত্র কুলেবার এর সাথে সাক্ষাৎ করেছেন। বৈঠকে ব্লিনকেন ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন এবং সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেন।
পোল্যান্ডের সীমান্তে বসে দুইজন পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন। বৈঠকে তাঁরা ইউক্রেনিয় শরনার্থী এবং ইউক্রেনে অস্ত্র মোতায়েন নিয়ে কথা বলেন। ব্লিনকেন বলেন, পুরো পৃথিবী ইউক্রেনের পাশে আছে। আমি এবং আমার দেশ শেষ পর্যন্ত ইউক্রেনের পাশে থাকব’।
বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়াকে অচল করে দেওয়ার মাধ্যমে যুদ্ধে মোড় ঘুরানো যাবে বলে তাঁরা দাবি করেন।
কুলেবা জানান, যুদ্ধে ইউক্রেনই জিতবে, বর্হিবিশ্বের উচিত ইউক্রেনের পাশে দাঁড়িয়ে সমর্থন দেওয়া।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
শেয়ার করুন