পাকিস্তানে ‘দুর্ঘটনাক্রমে’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ : ভারতের দুঃখ প্রকাশ
ভারত বলেছে, দেশটি গত সপ্তাহে ‘কারিগরি ত্রুটির’ কারণে দুর্ঘটনাক্রমে পাকিস্তানে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ওই ক্ষেপণাস্ত্র আঘাত হানার জের ধরে পাকিস্তান নয়াদিল্লিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করার পর গতকাল (শুক্রবার) শেষ বেলায় এই ব্যাখ্যা দিয়েছে ভারত।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার তিন অনুচ্ছেদের একটি বিবৃতি প্রকাশ করে বলেছে, গত ৯ মার্চ নিয়মিত রক্ষণাবেক্ষণ করার সময় কারিগরি ত্রুটির কারণে দৈবক্রমে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষিপ্ত হয়েছে।
পরে জানা গেছে, ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের ভূমিতে আঘাত হেনেছে। এটির কারণে আমরা গভীর দুঃখ প্রকাশ করার একইসময়ে এ কারণে সন্তোষ প্রকাশ করছি যে এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। এ ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে।
পাকিস্তানি কর্মকর্তারা বলেছেন, ক্ষেপণাস্ত্রটিতে কোনো অস্ত্র ছিল না এবং এটি রাজধানী ইসলামাবাদ থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় মিয়াঁ চান্নু এলাকায় পড়েছে।
এলএবাংলাটাইমস/এলআরটি/আই
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
শেয়ার করুন