শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
রাশিয়ার হীরা ও মদের উপর নিষেধাজ্ঞা আরোপ করলেন বাইডেন
ছবি: এলএবাংলাটাইমস
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবার রাশিয়ার হীরা, সামুদ্রিক খাবার এবং ভদকা আমদানির উপর নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিয়েছেন।
ইউক্রেনে চালানো রাশিয়ার সহিংসতার জেরে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্যান্য মিত্র দেশগুলোও বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে চিন্তাভাবনা করছে।
ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকেই একের পর এক নিষেধাজ্ঞায় বেকায়দায় রয়েছে রাশিয়ার অর্থনীতি। এই কারণে রাশিয়ার মুদ্রার মূল্যও অনেক কমে গেছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিত পুতিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের আরোপিত এসব নিষেধাজ্ঞাকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল বলে উল্লেখ করেন। তবে শুক্রবার পশ্চিমা দেশগুলোর সংগঠন রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আসবে বলে জানান।
দ্য ইউরোপিয়ান ইউনিয়ন জানায়, রাশিয়ার প্রদান আমদানিপণ্য লোহা এবং স্টিল প্রোডাকশন পণ্যের আমদানি বন্ধ করে দেওয়া হবে। ইউএস, ইইউ এবং ইউকে জানায় তারা রাশিয়া থেকে ল্যাক্সারি পণ্যের আমদানিও বন্ধ করে দিবে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন