ভেনেজুয়েলার কারাগার থেকে মুক্তি পেলেন ২ মার্কিনী
ছবি: এলএবাংলাটাইমস
ভেনেজুয়েলার কারাগার থেকে মুক্তি পেলেন আটক দুই ইউএস নাগরিক। কারাকাসে ইউএস এর শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনার পর তাদের ছাড়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আটক একজনের নাম হচ্ছে গুস্তাভো কার্ডিনাস। তিনি ইউএস রিফাইনিং প্রতিষ্ঠান সিটগো’র এক্সিকিউটিভ ছিলেন। এক সময় এই প্রতিষ্ঠানটি ভেনেজুয়েলার স্টেট ওয়েল ফার্ম নিয়ন্ত্রণাধীন ছিলো।
মুক্তিপ্রাপ্ত অন্য ব্যক্তির নাম জর্জ আলবার্তো ফার্ন্দান্দেজ। তাকে গত বছর ভেনেজুয়েলা থেকে সন্ত্রাসী কার্যকলাপের জন্য কারাবন্দী করে রাখা হয়।
ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন তাদের মুক্তির খবর নিশ্চিত করেন এবং জানান যে তাদের ভুলবশত কারাগারে আটক করে রাখা হয়েছিল।
এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন তাদের মুক্তির জন্য স্পেশাল প্রেসিডেন্সিয়াল এনভয় এর হোস্টেজ অ্যাফেয়ার্স রজার কারস্টেনস এবং পুরো কূটনৈতিক দলকে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
সিটগো ৬ হিসেবে আখ্যা পাওয়া আটক ৬ জনের মধ্যে কার্ডিনাস একজন ছিলেন। সিটগো ৬ এর আইনজীবীদের মধ্যে অন্য পাঁচজন এখনো কারাগারে বন্দি রয়েছেন।
এদের মধ্যে সবাই ভেনেজুয়েলায় জন্মগ্রহণকারী মার্কিন নাগরিক। এদের মধ্যে একজন স্থায়ী নাগরিক। ২০১৭ সালে দুর্নীতির দায়ে তাদের আটক করা হয়েছিল।
২০২০ সালের নভেম্বর মাসে তাদের ৮ থেকে ১৩ বছরের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন