করোনা আক্রান্ত ওবামা
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা শনাক্ত হওয়ার তথ্য নিজেই এক টুইট বার্তায় নিশ্চিত করেছেন।
টুইটারে তিনি জানান, গলা খুসখুস এবং হালকা ঠান্ডা ভাব থাকায় করোনা পরীক্ষা করান তিনি। এরপর করোনা পরীক্ষা করালে ফল পজিটিভ আসে। শারীরিক জটিলতাও নেই। বুস্টার ডোজ দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, মিশেল ওবামার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।
টুইট বার্তায় ওবামা করোনা আক্রান্ত হয়েও মার্কিন নাগরিকদের টিকা নেওয়া জন্য উদ্বুদ্ধ করেন।
এলএবাংলাটাইমস/এলআরটি/আই
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
শেয়ার করুন