নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
'ইউক্রেনে রাশিয়ার প্রাথমিক কৌশল ব্যর্থ'
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ শনিবার (২৬ মার্চ) পর্যন্ত টানা ৩১ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। পশ্চিমারা দাবি করে আসছে, ইউক্রেনে রুশ বাহিনীর এতো দিতে যতটা সফল হওয়ার কথা তাতে তারা ব্যর্থ হয়েছে।
এরই মধ্যে একজন শীর্ষ সামরিক বিশেষজ্ঞ বলেছেন, ইউক্রেনে রাশিয়ার প্রাথমিক কৌশল ব্যর্থ হয়েছে এবং রুশ বাহিনীর এখন সিদ্ধান্ত নিতে হতে পরবর্তীতে তা কি করবে।
সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের স্ট্রাটেজিক স্টাডিজের প্রফেসর ফিলিপস ও'ব্রায়েন বলেন, যুদ্ধে রাশিয়ার সামরিক শ্রেষ্ঠত্ব প্রাধান্য পাবে বলে অনেক বিদেশি পর্যবেক্ষক অনুমান করে 'সহজ বুদ্ধিবৃত্তিক পথ' বেছে নিয়েছিলেন।
ও'ব্রায়েন আরও বলেন, রুশ সেনারা ঝুঁকি নিতে ইচ্ছুক কিনা তা বিবেচনায় না নেওয়া রাশিয়ার সক্ষমতার একটি 'খুবই মিথ্যা মতামত'। একই সময়ে ইউক্রেনের সক্ষমতা অবমূল্যায়ন করা হয়েছে।
এই বিশ্লেষকের মতে, ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখল নেয় রাশিয়া। এর পর থেকে ইউক্রেন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং তারা রাশিয়ার একনায়কত্বের অধীনে থাকতে চায়নি।
ব্রায়েন আরও বলেন, এখন রাশিয়াকে সিদ্ধান্ত নিতে হবে কি করতে হবে: তারা আগ্রাসন বাড়াতে পারে নয়তো কমাতে পারে। আগ্রাসন কমানো হবে সবচেয়ে যুক্তিসঙ্গত পদক্ষেপ এবং একটি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা। কিন্তু রাশিয়াকে দেখে এমনটি মনে হচ্ছে না।
এলএবাংলাটাইমস/এলআরটি/আই
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
শেয়ার করুন