নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে পরবর্তী শান্তি আলোচনা হবে ইস্তাম্বুলে
ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে পরবর্তী শান্তি আলোচনা হবে তুরস্কের ইস্তাম্বুলে। রোববার তুরস্ক ও রাশিয়ার প্রেসিডেন্ট এ বিষয়ে একমত হয়েছেন।
এক ফোনালাপে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতি ও (শান্তি) আলোচনা প্রক্রিয়া নিয়ে কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তুর্কি যোগাযোগ অধিদফতর এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।
ওই ফোনালাপের সময় ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ বিরতির বিষয়ে জোর দেন তুরস্কের প্রেসিডেন্ট। একইসাথে ইউক্রেন-রাশিয়ার মধ্যে শান্তি আলোচনার বিষয়েও কথা বলেন তিনি। এছাড়া ওই অঞ্চলের মানবিক পরিস্থিতির উন্নয়ন নিয়েও আলোচনা করেন এরদোগান।
ইউক্রেন ও রাশিয়ার শান্তি আলোচনা আয়োজনের বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, এ ধরনের কাজে তুরস্ক সবসময় সমর্থন দিবে।
এলএবাংলাটাইমস/এলআরটি/আই
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
শেয়ার করুন