নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
রাশিয়ায় কর্মরত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়া
ছবি: এলএবাংলাটাইমস
রুশ প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করায় রাশিয়ায় কর্মরত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়া।
সোমবারে (২১ মার্চ) রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে মার্কিন রাষ্ট্রদূত জন সালিভানকে দ্রুত তলব করেছে রাশিয়া। সাম্প্রতিককালে মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তাদের বক্তব্যের কারণে মস্কো-ওয়াশিংটন সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পর্যায়ে আছে বলে দাবি করেছে রাশিয়া।
গত সপ্তাহে, ইউক্রেনে চলমান যুদ্ধের কারণে প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন দাবি করেন, ইউক্রেনে চলমান কর্মকান্ড যুদ্ধাপরাধের ব্যাতিক্রম না।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলে,’মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে এমন বক্তব্য হতাশাব্যাঞ্জক। এর কারণে মস্কো-ওয়াশিংটন সম্পর্ক আজ বিপর্যয়ের মুখে।‘
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে রাশিয়ার বিরুদ্ধে নেওয়া যেকোন আগ্রাসী পদক্ষেপের উচিত জবাব রাশিয়া দিবে।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
শেয়ার করুন