নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
তালেবানের সাথে বৈঠক বাতিল করলো মার্কিন যুক্তরাষ্ট্র
ছবি: এলএবাংলাটাইমস
কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া তালেবান-মার্কিন যুক্তরাষ্ট্র বৈঠক বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মূলত, আফগান নারী শিক্ষার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক স্কুলের দ্বার বন্ধ করে দেওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
শুক্রবারে (২৫ মার্চ) স্টেট ডিপার্টমেন্ট এক বক্তব্যে বলে,’ আমরা হাজার, হাজার আফগান পরিবারের মতোই তালেবানের সাম্প্রতিক সিদ্ধান্তে হতাশ। মেয়ে শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক শিক্ষা লাভের সুযোগ বন্ধ করে দেওয়ার কারণে আমরা দোহাতে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠক বাতিল করছি।‘
বুধবারে তালেবান সরকার জানায়, তাঁরা মেয়েদের জন্য উচ্চ মাধ্যমিক স্কুলগুলো বন্ধ রাখবে। পরবর্তী পরিকল্পনা গৃহীত না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। এতে কাবুলজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
শেয়ার করুন