নরওয়াকে পালশালার বাইরে গুলি বর্ষণের ঘটনায় দুইজন আহত, বন্দুকধারীকে খুঁজছে পুলিশ
বাদশাহ সালমানের সাথে ওবামার বৈঠক
বাদশাহ সালমান ও ওবামার
সৌদি আরবের বাদশাহ শুক্রবার মার্কিন রাষ্ট্রপ্রধান বারাক ওবামার সঙ্গে দেখা করবেন। ইরানের বিরুদ্ধে সচেতন পদক্ষেপ গ্রহণের অংশ হিসেবে এ বৈঠকে বসতে চান বাদশাহ সালমান।
আর এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এ বৈঠকের ভূমিকা অনেকটাই ভিন্নতর বলে মনে করা হচ্ছে। ওবামা দেখা করতে চান- একটি দীর্ঘ অস্থিতিশীল সময়ে সম্পর্কে সৃষ্ট ফাঁকফোকর পুনরায় ভরাট করতে।
চলতি বছরের জানুয়ারিতে মসনদে বসার পর সৌদি বাদশাহ সালমানের এটিই প্রথম যুক্তরাষ্ট্র সফর। এমনই এক সময়ে এ সফর সংঘটিত হচ্ছে, যখন চলতি বছরের জুলাই মাসে ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে সমঝোতায় এলো ইউরোপ ও আমেরিকা যা সৌদি আরবের 'আধিপত্য ভাবনাকে' বিপাকে ফেলে দিয়েছে।
সৌদি ভাবছে ইরান আবার মাথা তুলে দাঁড়ালে আঞ্চলিক আধিপত্যবাদ সূচনা করবে এবং সৌদির প্রভাব হবে খর্ব।
বিবিধ বিশ্লেষণ বলে থাকে, ২০১১ সাল থেকেই মূলত সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব বাড়তে থাকে। বলা হচ্ছে, আরব বসন্তের পরপরই মূলত, এ অঞ্চল থেকে মার্কিন প্রশাসন তার প্রভাব ও নজর অনেকটাই তুলে নেয়। যা ক্রমশ ইরানের পক্ষে গেছে।
এবং সিরিয়ার বাশার আল আসাদের ওপরও কোনো শক্ত খড়্গ নামাতে পারেনি যুক্তরাষ্ট্র। যা বাশারের অবস্থানকে সৌদির প্রতিপক্ষদের সঙ্গে অনুকূল যোগসাজশে আরও শক্তিশালী করেছে।
তাই বলা চলে, শুক্রবারের আলাপে ইরানই হবে প্রধান ইস্যু। যেখানে ইয়েমেনে বর্তমানে যুদ্ধ চালিয়ে যাবার পেছনেও ইরান-বিরোধিতা ক্রিয়াশীল রয়েছে।
শেয়ার করুন