শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
পূর্ব ইউক্রেনে 'ভয়াবহ' যুদ্ধের শঙ্কা, নাগরিদের পালানোর আহ্বান
রাশিয়ার বাহিনীর সঙ্গে দেশের পূর্বে 'ভয়াবহ' যুদ্ধের জন্য প্রস্তত ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার (৯ এপ্রিল) এই মন্তব্য করেছেন। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, পূর্ব ইউক্রেনের শহরগুলো বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। রুশ বাহিনী জানিয়েছে, তারা পুর্ব ইউক্রেনে হামলার মনোনিবেশ ঘটিয়েছে।
গতকাল শুক্রবার ইউক্রেনের পূর্বাঞ্চলে বেসামরিক লোকজনে ঠাসা একটি রেল স্টেশনে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে নিহত হয়েছে ৫২ জন। এই হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেন। এর প্রেক্ষিতে কর্মকর্তারা লুহানস্কের নাগরিকদের পালিয়ে যেতে বলেছেন।
কিয়েভে অস্ট্রেলিয়ার চ্যান্সেলর কার্ল নেহামমের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, হ্যাঁ, রুশ বাহিনী ইউক্রেনের পূর্ব দিকে সংগঠিত হচ্ছে।
তিনি আরও বলেন, এটি কঠিন লড়াই হবে এবং আমরা বিশ্বাস করি আমাদের জয় হবে। আমরা একইসঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত এবং যুদ্ধ বন্ধে কূটনৈতিক উপায়ও খুঁজতে চাই।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ শনিবার পর্যন্ত টানা ৪৫ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।
এলএবাংলাটাইমস/এলআরটি/আই
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
শেয়ার করুন