শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
২০২৩ সাল পর্যন্ত ইউক্রেন যুদ্ধ চলতে পারে: বরিস জনসন
খুব শিগগিরই ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে ইঙ্গিত দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। দুই দিনের ভারত সফরে বরিস বলেছেন, 'রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের কঠোর প্রতিরোধের কারণে সংঘাত দ্রুত শেষ নাও হতে পারে।' শুক্রবার (২২ এপ্রিল) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আগামী বছর পর্যন্ত এই যুদ্ধ চলতে পারে-গোয়েন্দাদের দেওয়া এমন বার্তার সঙ্গে একমত কিনা? ভারতের রাজধানী দিল্লিতে রিপোর্টারদের এমন প্রশ্নের জবাবে বরিস বলেছেন, 'দুঃখের বিষয় হচ্ছে এটিই বাস্তবসম্মত সম্ভাবনা।'
এছাড়া বরিস বলেন, যুক্তরাজ্য পোল্যান্ডে ট্যাঙ্ক পাঠানোর কথা ভাবছে। যাতে করে ওয়ারস (পোল্যান্ডের রাজধানী) ইউক্রেনের বাহিনীকে তা পাঠাতে পারে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৫৮ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।
এলএবাংলাটাইমস/এলআরটি/আই
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
শেয়ার করুন