পদত্যাগ করলেন হ্যারি সিধু
ছবি: এলএবাংলাটাইমস
এনাহেইম শহরের মেয়র হ্যারি সিধু এঞ্জেল স্টেডিয়াম বিক্রি সম্পর্কিত এক রাজনৈতিক এবং অর্থনৈতিক স্ক্যান্ডালের জেরে পদত্যাগ করছেন।
মঙ্গলবার (২৪ মে) সিধুর উকিল পল এস মেয়র এই তথ্য জানান। তিনি বলেন যে স্টেডিয়াম সম্পর্কিত সকল চুক্তি বৈধ এবং সিধুর বিরুদ্ধে অর্থ কারচুপি করে নিজের নির্বাচনী প্রচারণায় ব্যয় করা অভিযোগ মিথ্যা। মেয়ের বলেন,’ সিধু সর্বদা শহরের উন্নয়নের স্বার্থে কাজ করেছেন এবং এখনো করছেন।‘
সরকারী কর্মকর্তাদের দ্বারা তদন্ত শুরু হওয়ার এক সপ্তাহ পরেই সিধু পদত্যাগ করেন। অভিযোগ উঠার পর থেকেই সিধুর সহকর্মীরা তাঁকে পদত্যাগ করার আহ্বান জানান। এখন স্টেডিয়ামটি নিয়ে কি হবে তা শহরটির কাউন্সিল মিটিংএ আলোচনা হবে।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
শেয়ার করুন