ইউএফও নিয়ে গবেষণা শুরু করতে যাচ্ছে নাসা
ছবি: এলএবাংলাটাইমস
বৃহস্পতিবার (৯ জুন) নাসা জানিয়েছে যে একটি স্বাধীন দল ইউফও-সম্পর্কিত সকল তথ্য পর্যালোচনা করে ইতোমধ্যে সংগ্রহে থাকা তথ্য চিহ্নিতকরণ, তথ্য যোগাড় করার মাধ্যম এবং কিভাবে সেই তথ্য ব্যবহার করে বৈজ্ঞানিক মনোভাবকে অগ্রসর করা যায় তা নিয়ে গবেষণা করবে।
নাসার বৈজ্ঞানিক মিশনের প্রধান থমাস জুরবুখেন বলেন,’এই পদক্ষেপে আমরা সমালোচনা কিংবা সম্মানহানির শিকার হতে পারি। তবে, আমাদের বিশ্বাস যে এই সকল ঘটনা পিছনে তথ্যের অপর্যাপ্ততা দায়ী।‘
এই গবেষণাকার্যের মূল বিজ্ঞানী ড্যানিয়েল ইভান্স বলেছেন,’বিগত কয়েকদশক ধরে নাসা বৈজ্ঞানিক উপায়ে ‘ব্যাখাতীত’ বিষয়ের ব্যাখা দাঁড় করিয়েছে। এই গবেষণাও এই রকম।‘
গত মাসে, কংগ্রেস ইউএফও সম্পর্কে একটি জনসাধারণের শুনানির আয়োজন করেছিল। মুলত, এর পিছনে একটি মার্কিন গোয়েন্দা প্রতিবেদন দায়ী যাতে গত বছর ১৪৪টি ইউএফও দেখার তালিকা করা হয়েছিল যা ব্যাখ্যা করা যায় না।
গবেষণাটি নয় মাস স্থায়ী হবে এবং এতে ১ লাখ ডলারের বেশি খরচ হবে।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
শেয়ার করুন