শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
তাইওয়ানের জন্য যুদ্ধে যেতেও প্রস্তুত: চীনের প্রতিরক্ষামন্ত্রী
ছবি: এলএবাংলাটাইমস
চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়ে ফেংহে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে জানিয়েছেন যে চীন তাইওয়ানের সার্বভৌমত্ব অর্জনের সকল প্রকার চেষ্ঠায় বাধা দিবে এবং এই ইস্যুতে যুদ্ধ করতে চীনের বাঁধ ঠেকবে না।
শুক্রবার (১০ জুন) এক বৈঠকে ওয়ে ফেংহে অস্টিনকে বলেছেন,’আমাদের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে তাইওয়ানের বিছিন্ন হওয়ার সকল প্রকার প্রচেষ্ঠা নষ্ট করতে আমরা লড়াই করতেও প্রস্তুত।‘
উত্তেজনাসত্ত্বেও ফেংহে জানিয়েছেন যে অস্টিনের সাথে বৈঠক ইতিবাচক ছিলো।
সিংগাপুরের স্যাংগ্রিলা ডায়লগ সামিটে এক ঘন্টাব্যপী এই বৈঠক চলেছে। চীনের প্রতিরক্ষামন্ত্রী বারবার বলেছেন যে তাইওয়ান চীনের অংশ ছিলো, আছে এবং থাকবে।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
শেয়ার করুন