নরওয়াকে পালশালার বাইরে গুলি বর্ষণের ঘটনায় দুইজন আহত, বন্দুকধারীকে খুঁজছে পুলিশ
নেপালে গির্জায় বোমা হামলা
নেপালের দক্ষিণাঞ্চলীয় ঝাপা জেলায় বেশ
কয়েক দফা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
কয়েকটি গির্জাকে লক্ষ করে এই বিস্ফোরণ
ঘটানো হয়। দেশটির কর্মকর্তাদের বরাতে বিবিসি
এ খবর জানিয়েছে।
সোমবার রাতে ও মঙ্গলবার সকালে
বিস্ফোরণগুলো ঘটে। বিস্ফোরণের পর
ঘটনাস্থলে হিন্দু মোর্চা নেপাল নামে একটি
সংগঠনের লিফলেটও পাওয়া যায়।
পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, দামাক,
খাজুরগাছি এবং সুরুঙ্গার কয়েকটি গির্জার সামনে
বিস্ফোরণগুলো ঘটানো হয়ে। এতে তিন জন
পুলিশ সদস্য আহত হয়েছেন।
দেশটির সাংবিধানিক পরিষদ নেপালকে ধর্ম নিরপেক্ষ
রাষ্ট্র ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই গির্জার
সামনে বিস্ফোরণের ঘটনাগুলো ঘটানো হল।
২০০৭ সালের আগে রাজতন্ত্র থাকাকালীন নেপাল
বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র হিসাবে পরিচিত ছিল।
বেশ কয়েকটি হিন্দু সংগঠন দাবি জানিয়ে আসছে, ওই
সময়ের মতো করেই নেপালকে ‘হিন্দু রাষ্ট্রের’
মর্যাদা দিতে হবে। বিবিসি
শেয়ার করুন