শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
ভারতে রাসূল সা:-কে অবমাননা : প্রতিবাদ করে যা বললেন তুরস্কের ধর্ম বিষয়ক প্রধান
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই মুখপাত্রের মহানবী সা: ও হজরত আয়েশা রা:-কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে ফুঁসে উঠেছে মুসলিম বিশ্ব। এরই ধারাবাহিকতায় মুসলিমদের প্রাণাধিক প্রিয় আল্লাহর রাসূল সা:-এর বিরুদ্ধে এরূপ ধৃষ্টতা প্রদর্শনের বিরোধিতা করেছে তুরস্ক। দেশটির ধর্ম বিষয়ক প্রধান প্রফসর ড. আলি এরবাশ বলেন, ‘আমি ভারতের শাসক দলীয় কর্তাব্যক্তিদের আল্লাহর রাসূল সা:-এর বিরুদ্ধে এমন কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা জানাই।’
গত মঙ্গলবার এক টুইটবার্তায় তিনি এ কথা বলেন। তাতে আলি এরবাশ আরো বলেন, মুসলিমদের প্রতি এই অশোভন মনোভাব সাম্প্রদায়িক রাজনীতির ফলাফল। আল্লাহ তায়ালা তাঁর রাসূল সা:-কে সারা বিশ্বের রহমত স্বরূপ পাঠিয়েছেন অথচ তাকে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা জানাই আমরা।’
তিনি বলেন, আমি ভারত সরকারকে দেশটিতে ইসলামফোবিয়ার ক্রমবর্ধমান ঘটনার মুখে তাদের নীতি পুনর্বিবেচনা করার এবং মুসলিমদের ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেয়-এমন অবস্থান গ্রহণের আহ্বান জানাচ্ছি।’
বৃহস্পতিবারও আলজাজিরার সাথে আলাপকালে ভারতীয় দুই নেতার এই অবস্থানের সমালোচনা করেন আলি এরবাশ।
তুরস্কের ক্ষমাতাসীন দল একে পার্টির মুখপাত্র ওমর চেলিকও এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানান।
এলএবাংলাটাইমস/এলআরটি/আই
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
শেয়ার করুন