শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
বাইডেনের মধ্যপ্রাচ্যের সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী
ছবি: এলএবাংলাটাইমস
বাইডেনের মধ্যপ্রাচ্যের সফরকে ইতিবাচক এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতা দূর করার উপায় হিসেবে দেখছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিড।
বুধবারে (১৫ জুন) লাপিড বলেন,’বাইডেন ইসরায়েল থেকে সরাসরি সৌদি আরব যাবেন। এটি দুই দেশের মাঝের সম্পর্ক উন্নয়ন এবং স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সৌদি আরবের পাশাপাশি অন্যান্য দেশ যেমন ইন্দোনেশিয়ার সাথেও যুক্তরাষ্ট্রের সাহায্যে আমরা সম্পর্ক তৈরি করতে পারব। ‘
মঙ্গলবারে (১৪ জুন) হোয়াইট হাউস বাইডেনের মধ্যপ্রাচ্যের প্রথম সফর নিশ্চিত করেছেন। সফরের সময় তিনি ইসরায়েল এবং পশ্চিম তীর পরিদর্শন করবেন, তারপরে সৌদি আরব সফর করবেন।
সৌদি আরবে বাইডেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সাথে সাক্ষাত করবে। খাসোগি হত্যাকাণ্ডের সাথে সংযুক্ত থাকার অভিযোগে সালমান এবং সৌদি আরবকে বাইডেন একাধিকবার ‘অমানবিক এবং বর্বর’ হিসেবে অভিহিত করছেন। এখন, বাইডেন কিভাবে এই বৈঠকে অংশগ্রহণ করবেন তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
শেয়ার করুন