নরওয়াকে পালশালার বাইরে গুলি বর্ষণের ঘটনায় দুইজন আহত, বন্দুকধারীকে খুঁজছে পুলিশ
জাপানের আকাশে ‘রুশ’ বিমানকে তাড়া করল ৪ এফ-১৫
জাপানের আকাশ সীমায় অনুপ্রবেশকারী
সন্দেহভাজন রাশিয়ার একটি বিমানকে
প্রতিহত করতে জাপানি বিমান
বাহিনীর চার জঙ্গি বিমান পাঠানো
হয়েছিল। জাপানের উত্তরাঞ্চলীয়
প্রধান দ্বীপ হোক্কাইদো’র নিমুরো
উপদ্বীপের আকাশে এ ঘটনা ঘটেছে বলে
জানিয়েছে টোকিওর প্রতিরক্ষা
মন্ত্রণালয়।
অনুপ্রবেশকারী বিমানটি জাপানের
আকাশ সীমায় দিয়ে প্রায় ১৬
সেকেন্ডব্যাপী উড্ডয়ন করেছে।
জাপানের বিমান বাহিনী চারটি এফ-১৫
জঙ্গি বিমানকে ঘটনাস্থলের দিকে
পাঠালেও তারা অনুপ্রবেশকারী
বিমানের মোকাবেলা করার সুযোগ পায়
নি। এ ছাড়া, জাপানি জঙ্গিবিমানগুলো
অনুপ্রবেশকারী বিমানটিকে চিহ্নিত
করতে পারে নি। অবশ্য অনুপ্রবেশকারী
বিমান থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ার
কুণ্ডলী বিশ্লেষণ করা সম্ভব হয়েছে।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে,
এরই ভিত্তিতে বিমানটি রাশিয়ার বলে
ধারণা করা হয়েছে।
২০১৩ সালের পর এই প্রথম জাপানের
আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটল। সে সময়ে
দক্ষিণপশ্চিমাঞ্চলীয় জাপানের
ওকিনোশিমা দ্বীপের আকাশে রাশিয়ার
দু’টি টিইউ-৯৫ কৌশলগত বোমারু বিমান
অনুপ্রবেশ করেছিল। এর পরিপ্রেক্ষিতে
সে সময়ে রাশিয়ার কাছে প্রতিবাদ
জানিয়েছিল জাপানি পররাষ্ট্র
মন্ত্রণালয়।#
শেয়ার করুন