রুশ ঘাঁটিতে ইউক্রেনের ৩০ হামলা
রাশিয়ার দখলকৃত মেলিতোপোল অঞ্চলে এক ঘাঁটিতে ৩০ টির বেশি হামলা চালিয়েছে ইউক্রেনের বাহিনী। শহরের নির্বাসিত ইউক্রেনীয় মেয়র ইভান ফেদোরভ এই তথ্য জানিয়েছেন। রবিবার (৩ জুলাই) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও পোস্টে ইভান বলেন, মেলিতোপোলে শান্তিপূর্ণ জীবন এবং ইউক্রেনীয় রাষ্ট্রত্ব ফিরে আনার জন্য ইউক্রেনের সশস্ত্র বাহিনী সবকিছু করছে। হামলাকারীরা যা করতে পারে তা হচ্ছে আমাদের শহর থেকে পালিয়ে যেতে।
রাশিয়ার সংবাদ সংস্থা আরআইএ ইউক্রেনের বাহিনীর হামলার কথা জানিয়েছে। অঞ্চলটিতে রাশিয়ান-নিযুক্ত কর্মকর্তা ভ্লাদিমির রোগভকে উদ্ধৃত করে আরআইএ জানিয়েছে, বিমানবন্দর এলাকায় ইউক্রেনের বাহিনীর হামলায় বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।
তবে তিনি হতাহতের খবর জানাননি।
এলএবাংলাটাইমস/এলআরটি/আই
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
News Desk
শেয়ার করুন