বিক্ষোভের মাঝেই শপথ নিলেন বিক্রমাসিংহে
শ্রীলঙ্কার অষ্টম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রনিল বিক্রমাসিংহে। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে দেশটির প্রধান বিচারপতি তাকে শপথ বাক্য পড়ান।
প্রেসিডেন্টের মিডিয়া অফিস এই খবর জানিয়েছে।
৭৩ বছর বয়সী বিক্রমাসিংহে ছয়বার দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
গতকাল বুধবার পার্লামেন্টে গোপন ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। ২২৫টি ভোটের মধ্যে ১৩৪টি পান তিনি।
দেশটিতে কয়েক মাসব্যাপী বিক্ষোভ এবং গভীর অর্থনৈতিক সঙ্কটের মধ্যে গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর নতুন প্রেসিডেন্ট হিসেবে তাকে নির্বাচিত করা হয়।
এদিকে বিক্ষোভকারীরা রাজপথে নেমে এসে বিক্রমাসিংহের রাষ্ট্রপতি হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। তারা বলেছেন, তিনি আমাদের প্রেসিডেন্ট নন। জনগণের ম্যান্ডেট রাজপথে।
প্রতিবাদী নেতারা আরো বলেছেন, বিক্রমাসিংহে কুখ্যাত রাজাপাকসে পরিবারের খুব কাছের মানুষ। তিনি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছেন।
এলএবাংলাটাইমস/এলআরটি/আই
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
শেয়ার করুন