পশ্চিমবঙ্গে মন্ত্রী গ্রেফতার
ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী তথা তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এর আগে গতকাল তার বাড়িতে তল্লাশি চালানো হয়।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে তার এক সহযোগির বাড়ি থেকে ২০ কোটি রুপি উদ্ধার করা হয়।
এক কর্মকর্তা এনডিটিভিকে বলেন, পার্থ চট্টোপাধ্যায়কে সারারাত জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। তাকে ইডি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
গতকাল শুক্রবার সকালেই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে পৌঁছে যায় ইডি। এরপর শুরু হয় তল্লাশি অভিযান। এর কিছুদিন আগে সাবেক শিক্ষামন্ত্রী এবং বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে ডেকে জেরা করেছিল সিবিআই।
এসএসসি দুর্নীতি মামলায় তাকে তলব করা হয়। এরপর পার্থের বাড়িতে ইডির তল্লাশি চলে। শেষমেশ তাকে আজ গ্রেফতার করা হলো।
এলএবাংলাটাইমস/এলআরটি/আই
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
শেয়ার করুন