পাকিস্তানে রেকর্ড মূল্যস্ফীতি
পাকিস্তানে মূল্যস্ফীতি গত সপ্তাহে রেকর্ড আকার ধারণ করেছে। এ সময়ে মূল্যস্ফীতি দাঁড়ায় ৪২ দশমিক ৩ শতাংশ। শুক্রবার পাকিস্তান ব্যুরো অব স্ট্যাটিস্টিক (পিবিএস) এ খবর জানিয়েছে। এর ফলে দেশটিতে খাদ্যপণ্য, জ্বালানি ও বিদ্যুতের দাম আরো বৃদ্ধি পেয়েছে। -খবর খালিজ টাইমসের।
পাকিস্তান ব্যুরো অব স্ট্যাটিস্টিক (পিবিএস) আরো জানিয়েছে, সংবেদনশীল মূল্য সূচক (এসপিআই) দ্বারা এই মূল্যস্ফীতি পরিমাপ করা হয়েছে। সেখানে দেখা গেছে যে আগের সময়ের চেয়ে এই মূল্যস্ফীতি অনেক বেড়েছে। এর আগে, এসপিআইতে বছরে সর্বোচ্চ বৃদ্ধি ছিল ৩৮ দশমিক ৬৩ শতাংশ, যা গত সপ্তাহের ৫ আগস্ট রেকর্ড করা হয়। সর্বশেষ তথ্যে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় মুদ্রাস্ফীতি ৩.৩৫ শতাংশ বেড়েছে। মূলত খাদ্যের উচ্চমূল্যের কারণে এই বৃদ্ধি ঘটেছে। ২৮শে জুলাই শেষ হওয়া সপ্তাহে সর্বোচ্চ মূল্যস্ফীতি ৩.৬৮ শতাংশ রেকর্ড করা হয়।
পিবিএস জানিয়েছে, এই বৃদ্ধি প্রধানত টমেটো (২০.২৮ শতাংশ), মুরগি (৭.৫৭ শতাংশ), পেঁয়াজ (২.৩০ শতাংশ) এবং ডিমসহ (১.৬৩ শতাংশ) প্রায় সব খাদ্যপন্যের দামে পরিলক্ষিত হয়েছে। ভোগ্যপণ্যের বাইরে যেসব জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে তার মধ্যে রয়েছে বিদ্যুত (৬.৮৩ শতাংশ) এবং পেট্রোল (২.৯৬ শতাংশ)।
এলএবাংলাটাইমস/এলআরটি/আই
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
শেয়ার করুন